নবগোপাল বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা নবগোপাল বন্দ্যোপাধ্যায় বাঙলা সাহিত্যের আঙিনায় স্বনামে পরিচিত। চারটি গল্প সঙ্কলন 'সাপ ও মানুষের গল্প,' 'জলপরির দিনরাত্তির,' 'নির্বাচিত নব,' ও ' গদ্যকথা, গান,' এবং তিনটি উপন্যাস 'হৃদয় ছুঁয়ে,' 'শহরমঙ্গল,' ও 'অপর একটির জনক।' দীর্ঘ দিন বাঙলা সাহিত্যের সেবায় নিয়োজিত লেখক "দেশ," "আনন্দবাজার," "সানন্দা," "বর্তমান," "গৃহশোভা," "তথ্যকেন্দ্র," "আজকের সম্পূর্ণা," ইত্যাদি বিশিষ্ট পত্রিকার নিয়মিত লেখক। বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। লেখকের মননে পাঠকই ঈশ্বর।

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.