নূপুর রায়চৌধুরী

নূপুর রায়চৌধুরীর জন্ম, পড়াশুনো কলকাতায়। বোস ইনস্টিটিউট থেকে বায়োকেমিস্ট্রিতে ডক্টরেট করে প্রথমে পুরুলিয়ার নিস্তারিণী কলেজে ও পরে বিশ্বভারতী ইউনিভার্সিটির শিক্ষাভবনে, উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন। ২০০৩ সালে আমেরিকায় বায়োমেডিক্যাল সাইন্স-এ গবেষণা করার জন্য ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া, লস এঞ্জেলেসে এসে যোগদান করেন, তারপর ২০০৯ সালে ইউনিভার্সিটি অফ মিশিগানে চলে আসেন এবং দীর্ঘদিন সেখানেই গবেষণা করেছেন। বর্তমানে মিশিগানের একটি হাইস্কুলে শিক্ষকতা করেন। বাংলায় লেখালিখির নেশা। প্রথম বই 'সেরেঙ্গেটির চোরাশিকারি' ২০২৪-এর বই মেলায় প্রকাশ পেয়েছে।

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.