It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
সম্রাট মৌলিক পেশাদার কর্পোরেট জগতকে চির বিদায় জানিয়ে কাজ করছেন নদীর সঙ্গে। জল ও নদী সংরক্ষণের উদ্দেশ্যে ভারতবর্ষ সহ পৃথিবীর অন্যান্য দেশের নদী ব্যবস্থা ও ব্যবহারযোগ্য জলের সুষম বন্টনের লক্ষ্যে কাজ করছেন। ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও রাশিয়া এই পাঁচটি দেশে এখনো পর্যন্ত প্রায় পনেরো হাজার কিলোমিটার সাইকেলে একাকী ভ্রমণ করেছেন। দুই চাকা ছাড়াও প্রায় দু'দশক ধরে হেঁটেছেন অনেক শহর, প্রত্যন্ত গ্রাম, অজানা পাহাড় ও জঙ্গলে। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'দাগ'।