শ্রীজিৎ সরকারের জন্ম এবং বেড়ে ওঠা মফস্বল শহর বসিরহাটে। ছোটো থেকেই সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ এবং সেখান থেকেই শুরু নিজস্ব লেখালেখি। ২০১৬ সাল থেকে নিয়মিত লিখে চলেছেন আনন্দমেলা, দেশ, আনন্দবাজার, অভিব্যক্তি, কল্পবিশ্ব প্রভৃতি পত্রপত্রিকায়। প্রকাশিত এবং প্রকাশিতব্য মিলিয়ে একক বইয়ের সংখ্যা বারো।