ডক্টর শুভশ্রী নন্দী আকাশবাণীর শিল্পী। প্রতিষ্ঠিত বাচিকশিল্পী এবং আটলান্টার একমাত্র বাচিকশিল্প শিক্ষাপ্রতিষ্ঠান ‘শব্দকল্পদ্রুম’ এবং ‘আটলান্টা আবৃত্তি ও ভাষাশিক্ষাকেন্দ্র’-এর শিক্ষয়িত্রী।উত্তর আমেরিকার বঙ্গসম্মেলন ও বাংলা পডকাস্টের উপস্থাপিকা। ‘দেশ’, ‘আনন্দবাজার’, ‘এইসময়’, ‘এবেলা’, রোববার, ও ‘আজকাল’ পত্রিকার নিয়মিত লেখিকা। কলকাতার ‘তারা টিভি’ ও ‘রূপসী বাংলা’-ইত্যাদি নানা চ্যানেলে অনুষ্ঠান করেছেন।
সুদূর বিদেশে, আমেরিকার আটলান্টাতে এখানে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, এখানে নানা কর্মকান্ডের সাথে যুক্ত। ‘রূপসী বাংলা’-টিভি তে অনুষ্ঠান করেছেন পর্ণাভ ও শুভপ্রসাদ নন্দী মজুমদারের সাথে। এবং তারা টি.ভি.-র ‘ভালো আছি, ভালো থেকো’ অনুষ্ঠানে অনুত্তমা ব্যানার্জী তাঁর সাক্ষাৎকার নিয়েছেন।