It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর, ফ্রেশ ওয়াটার ইকোলোজিতে গবেষণা করে ডক্টরেট পেয়েছেন। কর্মসূত্রে আজকাল, আবার যুগান্তর, খবর ৩৬৫ ও অন্যান্য অনেক পত্রপত্রিকার নিয়মিত ফিচার ও কভারস্টোরি লিখে থাকেন। গল্প লেখা তাঁর প্যাশন| প্রথম সারির পত্রিকাগুলিতে নিয়মিত লেখিকা। দুটি গল্প সংকলন, গবেষণাঋদ্ধ বই, ফিচার সংকলন প্রকাশিত হয়েছে। আকাশবাণী কলকাতার বাংলা অনুষ্ঠানের উপস্থাপিকা, দূরদর্শনের ভয়েস ওভার আর্টিস্ট। বিভিন্ন রেডিও চ্যানেলে নিয়মিত বাংলাসাহিত্যের বিখ্যাত ছোটগল্প-পাঠের অনুষ্ঠান, অডিও প্রজেক্ট করে থাকেন। প্রকাশিত সিডি "জগতে তুমি রাজা"। এছাড়াও ইউটিউবে তাঁর "এবং রবীন্দ্রনাথ" নামে ধারাবাহিক গবেষণামূলক সব অনুষ্ঠানের লিংক পাওয়া যায়।