It seems we can't find what you're looking for. Perhaps searching can help.
জন্ম ১৯৮৬। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ, এম ফিল, পি এইচ ডি; গবেষণা করেছেন প্রখ্যাত অধ্যাপক চিন্ময় গুহর তত্ত্বাবধানে। পেশায় একটি সরকার-পোষিত কলেজের অধ্যাপক। এশিয়াটিক সোসাইটি জার্নাল, ক্যালকাটা ইউনিভার্সিটি জার্নাল, অনুষ্টপ ইত্যাদি পত্রপত্রিকায় ইংরেজি ও বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রবন্ধ-গ্রন্থ: যুগান্তরের চিঠি: ব্যক্তিত্ব ও সাহিত্য (ধানসিড়ি, ২০১৫)। স্থানীয় ইতিহাস নিয়ে বেশ কিছু মৌলিক গবেষণাধর্মী প্রবন্ধের লেখক ও একটি গ্রন্থের সহ-সম্পাদক। সম্পাদিত গ্রন্থ: বিগত যাপন: একটি পারিবারিক আখ্যান (ধানসিড়ি, ২০২১)। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের বাংলা প্রবন্ধ ও বক্তৃতার সংকলন (অপর: লেখা ও কথার সংকলন, অনুষ্টুপ, ২০২২)-এর প্রস্তুতি, সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গত কয়েক বছর ধরে সত্যজিৎ রায়ের ঐতিহাসিক ছবিগুলি নিয়ে তাঁর বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন পত্রপত্রিকায়; ওই বিষয়ে একাধিক বক্তৃতা দিয়েছেন বিভিন্ন সেমিনারে। অধ্যাপক ছন্দক সেনগুপ্তের সহযোগী হিসেবে সম্পাদনা করেছেন অনুষ্টুপ-প্রকাশিত অনুষ্টুপের সত্যজিৎ (২০২৩) গ্রন্থের।