তথাগত অনুরাধা মুখোপাধ্যায়

তথাগত মুখোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার চুঁচুড়া শহরে। ছাত্রজীবন হুগলি কলেজিয়েট স্কুলে। পরবর্তীকালে ধানবাদে ইন্ডিয়ান স্কুল অফ্‌ মাইনস থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিয়ে বি টেক্‌ এবং এম টেক্‌। চাকরি জীবন কেটেছে দেশ এবং বিদেশের বহু জায়গায়। প্রথম জীবনে তেল এবং প্রাকৃতিক গ্যাস অপারেশনস, এবং পরে প্রজেক্ট ম্যানেজমেন্টে। কর্মজীবনের অনেকটাই কেটেছে গভীর সমুদ্রবক্ষের তেল এবং গ্যাস প্ল্যাটফর্মে। কাজের ফাঁকে ফাঁকে বাংলা এবং ইংরাজি ভাষায় লিখেছেন বেশ কিছু শিল্পভিত্তিক থ্রিলার, রহস্য উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ-আলেখ্য এবং সায়েন্স ফিকশন। লেখকের প্রথম উপন্যাস ‘পিচ্ছিল’ ধারাবাহিকভাবে সানন্দা পত্রিকায় প্রকাশিত হয় ১৯৯১-৯২ সালে। লেখকের অন্যান্য প্রকাশিত বইগুলির মধ্যে যুযুধান, রুহিতন চিড়িতন ইস্কাবন, চতুরঙ্গ, অন্তরাল, স্মৃতি-বিস্মৃতি, পাপু ও তার কথা-বলা-পুতুল, ভুতুখুড়োর সিরাম, The Fountain Pen plus Five এবং The Serum and a Triple উল্লেখযোগ্য। লেখককে যোগাযোগের ই-মেইল – tm.sohariwp@gmail.com

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.