শ্রীঅন্নদাশঙ্কর এবং লীলা রায়ের কনিষ্ঠ কন্যা তৃপ্তি। ইনিই বাবা অন্নদাশঙ্কর রায়-এর বিখ্যাত রচনা ‘তেলের শিশি ভাঙল বলে’র নায়িকা ‘খুকু।’ মুম্বাইয়ের ‘আর্য বিদ্যামন্দির’ স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে অবসর গ্রহণ করেছেন। আপাতত পুনে নিবাসী। নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলন, পুনে ব্রাঞ্চের সদস্য। ‘পুনে বঙ্গদর্পণ’ পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।