পারিবারিক
নির্যাতন সম্পর্কে
আবশ্যকীয় তথ্যসমূহ
পারিবারিক নির্যাতন যে কোনও নারীর উপর ঘটতে পারে -
যে কোন নারী পারিবারিক নির্যাতনের শিকার হতে পারেন - তাঁর শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক ক্ষমতা যাই হোক না কেন| মনে রাখবেন, আপনি পরিবারের একজন সম্মানিত সদস্য; আপনার ওপর নির্যাতন করার অধিকার বা আপনাকে অপমান করার অধিকার কারোর নেই|
প্রচলিত সামাজিক
ধারণা - যা সঠিক
নয়:
পারিবারিক নির্যাতন ঘটলে সেটা কাউকে বলা উচিত নয়| নির্যাতিতা নারী সেটা পরিবারের বাইরে কাউকে জানালে পরিবারের মান সম্মান নষ্ট হবে এবং তার জন্য দায়ী করা হবে নির্যাতিতাকে| নির্যাতিতাকে মেনে নিতে হবে যে এই নির্যাতন হল তাঁর কর্মফল বা ভাগ্য|
সব সময়ে মনে রাখতে
হবে:
তথ্য প্রমাণ
নিজের কাছে রাখা
জরুরী:
পারিবারিক নির্যাতনে আক্রান্ত হচ্ছেন বা নিশ্চিতভাবে আক্রান্ত হতে পারেন - এমন হলে প্রয়োজনীয় ও জরুরী কাগজপত্র নিরাপদ হেফাজতে রাখুন| অন্যান্য প্রয়োজনীয় জিনিসও নিরাপদে রাখুন; যেমন,
অভিযোগ থানা নতিবদ্ধকরণ:
সূত্র: 'সুতানুটির
সখ্য' প্রকাশিত
ও আইনজীবি মধুপূর্ণা
ঘোষ সম্পাদিত
'পারিবারিক হিংসা
প্রতিরোধ আইন,
২০০৫' পুস্তিকা|
[নারী ও শিশুদের
স্বাভাবিক বিকাশের
পথে প্রতিবন্ধকতা
লিঙ্গ বৈষম্য
নির্মূল করতে
উত্সর্গীকুত
সংস্থা হল 'সুতানুটির
সখ্য'| এই সংস্থার
বিভিন্ন কর্মসূচীর
মধ্যে রয়েছে:
মহিলা ও বরিষ্ঠ
নাগরিকদের বিনা
খরচে আইনী পরামর্শ
প্রদান, স্বাস্থ্য
সুরক্ষা বিষয়ে
পরিকল্পনা ঘ্রহণ
করা, মানবী শাস্ত্র
বিষয়ে গবেষণা
পরিচালনা করা,
সামাজিক সচেতনতা
ও জনমত গঠনের
উদ্দেশ্যে বিভিন্ন
কার্যক্রম| এই
সংস্থার সঙ্গে
যোগাযোগের ঠিকানা:
ই-মেইল: sutanutisakhya@yahoo.com চলভাষ:
৯৮৩০৭৫৩৬৭৮]
Copyright © 2007 Abasar.net. All rights reserved.
Copyright © 2007 Abasar.net. All rights reserved.
Copyright © 2007 Abasar.net. All rights reserved.