ব্রততী সেন দাস

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অনুবাদ সাহিত্যের ওপর কোর্স করেছেন। চাকরি করেছেন, স্কুলে পড়িয়েছেন, এবং সমাজসেবার সঙ্গেও জড়িত ছিলেন। লেখক জীবন শুরু অনুবাদ সাহিত্যের মাধ্যমে। প্রথম অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্যের "ভাষাবন্ধন" পত্রিকায়। তাঁর non-fictional, ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ বাংলা প্রকাশনী জগতের প্রথম সারির প্রকাশন সংস্থা প্রকাশ করেছে। মূলত ছোটগল্পই, এছাড়া ভ্রমণকাহিনি, নিবন্ধও লিখেছেন। তাঁর লেখা দেশ, আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়, যুগশঙ্খ, উত্তরবঙ্গ সংবাদপত্র, ফেমিনা, প্রভৃতি অসংখ্য ম্যাগাজিনে এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.