প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

পুনর্নবীকরণ শক্তি উৎসের চালচিত্র-

আগে উল্লিখিত হয়েছে যে ২০০৮-০৯ খ্রীষ্টাব্দে বিশ্বে আর্থিক মন্দা সত্বেও সবুজ শক্তির বিকাশ হয়েছে ভালোভাবেই । চিত্র ১০ এবং সারণী ৩-এ দেখা যাবে সেই বৃদ্ধি আরও বর্ধিত হয়েছে ২০১০ খ্রী-তে ।

চিত্র ১০ : সবুজ-শক্তির বার্ষিক গড় বৃদ্ধি ২০০৫-'০৯ এবং ২০১০-এর বৃদ্ধি - শতাংশে।

সরণী ৩ : সারা বিশ্বে ২০১০ খ্রী-তে যুক্ত সবুজ শক্তি ( গিগা-ওয়াটে ) এবং মোট সবুজ শক্তি উৎপাদন ২০১০ খ্রী-র শেষে ।

সৌর পি.ভি., গ্রীড-সংযুক্ত সৌর পি.ভি. এবং কেন্দ্রীভূত সৌর- প্রতিটি ক্ষেত্রেই উৎপাদন ২০০৫ থেকে ২০০৯ -এই পাঁচ বৎসরের গড় বৃদ্ধি থেকে বেশি হয়েছে।
সারণী ৩ দেখাচ্ছে ২০১০ খ্রী-তে সারা বিশ্বে কত সবুজ শক্তি ( গিগা-ওয়াটে ) যুক্ত হয়েছে এবং ২০১০ খ্রী-র শেষে উৎস-অনুযায়ী কত উৎপাদন হয়েছে । পাশাপাশি সারণি ৪-এ দেখানো হল সারা বিশ্বের উৎপাদিত সবুজ-শক্তি- উৎস-অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, ইয়োরোপীয় ইউনিয়ন ( E. ু. )* , উন্নয়নশীল দেশগুলি সকলে মিলে এবং আলাদাভাবে চীন ও ভারত- এর অংশ সবুজ শক্তি উৎপাদনে ২০১০-খ্রীতে ।

সারণী ৪ : ২০১০ খ্রী-তে যুক্ত সবুজ-শক্তি উৎপাদনের মূল অংশীদার দেশগুলি ।

বিশেষভাবে উল্লেখ্য :

  • সারা বিশ্বে, ২০১০ খ্রী-তে নূতন বিদ্যুৎ-শক্তি যুক্ত হয়েছে প্রায় ১৯৪ গিগা
    -ওয়াট, যার প্রায় অর্ধেকই হচ্ছে সবুজ-শক্তি । ফলে সবুজ-শক্তির পরিমাণ হল ১৩২০ গিগা-ওয়াট, ২০০৯ খ্রী-র থেকে ৮-শতাংশ বেশি । এখন সবুজ-শক্তির ক্যাপাসিটি হল সারা বিশ্বের শক্তি উৎপাদনের ( আনুমানিক ৪,৯৫০ গিগা-ওয়াট- ২০১০ খ্রী-তে ) ২৫ -শতাংশ, যা বিশ্বের বিদ্যুৎ-উৎপাদনের ২০ শতাংশ যোগান দেয় । এর বেশিরভাগটাই জলবিদ্যুৎ [ চিত্র ১১ ]. জলবিদ্যুৎ বাদ দিলে সবুজ-শক্তি দাঁড়ায় ৩১২ গিগা-ওয়াট, ২০০৯ খ্রী-র ( ২৫০ গিগা-ওয়াট ) থেকে ২৫ শতাংশ বেশি ।

চিত্র ১১ বিশ্বে ২০১০ খ্রী-তে সবুজ-শক্তির ক্যাপাসিটি ।

  • সৌর পি. ভি. ব্যবহৃত হচ্ছে ১০০-র বেশি দেশে ; সৌর- পি.ভি. উৎপাদন ও বিক্রয় দ্বিগুণ হয়েছে ২০০৯ থেকে ; বিভিন্ন রাষ্ট্রীয় সরকারের ভরতুকির ফলে পি. ভি. মডিউলের দাম কমে যাচ্ছে ।
  • সারা বিশ্বে ২০০৯ খ্রী-তে মোট যত সৌর-পি. ভি. স্থাপন হয়েছে, শুধু
    জার্মানি তার থেকে বেশি স্থাপন করেছে ২০১০ খ্রী-তে । মার্কিন যুক্তরাষ্ট্র
    ও জাপান-এ সৌর-পি. ভি.-র বাজার ২০০৯ খ্রী-র বাজারের দ্বিগুণ হয়েছে । সারা বিশ্বকে ধরলে বায়ু-বিদ্যুৎ গ্রীডে যুক্ত হয়েছে সবথেকে বেশি, তার
    পর জলবিদ্যুৎ এবং সৌর পি. ভি. ; এই প্রথম ইওরোপ বায়ুর থেকে বেশি যুক্ত করেছে সৌর পি. ভি. ।
  • ২০১০ খ্রী-তে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজস্ব প্রাথমিক (পরমেঅরয) শক্তি উৎপাদনে
    সবুজ-শক্তির অংশ প্রায় ১০.৯ শতাংশ, পারমানবিক শক্তি উৎপাদনের ( ১১.৩ শতাংশ ) সামান্য কম ;
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০টি রাজ্যে ( ওয়াশিংটন ডিসি- সহ ) আছে সবুজ-শক্তির পত্রপেটিকার নির্দিষ্ট নিয়মাবলী ( ওরতফওলেও শতঅনদঅরদস ) ;
  • বায়ু-টারবাইন ও সৌর-তাপীয় সিস্টেম স্থাপনে চীন আছে বিশ্বে প্রথম স্থান
    ; আর জলবিদ্যুৎ উৎপাদনে সর্বাপক্ষা বেশি ২০১০ খ্রীতে । এই দেশে গ্রীড-সংযুক্ত সবুজ শক্তি-ক্ষমতা হল ২৫২ গিগা-ওয়াট ( ২০০৯ খ্রী-র তুলনায় ১৩ শতাংশ বেশি ;
  • চীনের মোট শক্তি সংস্থাপনার প্রায় ২৬ শতাংশ হল সবুজ শক্তি ২০১০ খ্রী
    -তে ; ১৮ শতাংশ উৎপাদনে, বাকীটা বণ্টনে ;
  • বিশ্বের প্রায় সবটা শর্করা-যুক্ত ইথানল উৎপাদন করে ব্রাজিল ; আর যুক্ত করে চলেছে নূতন জলবিদ্যুৎ, বায়োমাস, বায়ুশক্তি এবং সৌর-তাপীয় যন্ত্রাদি;
  • ইয়োরোপীয় ইউনিয়নের নূতন সংস্থাপিত বিদ্যুৎ -ক্ষমতার ৪১ শতাংশ হচ্ছে
    পূণর্নবীকরণ-যোগ্য । ২০১০ খ্রী-র যে টার্গেট ছিল- বায়ু, সৌর পি. ভি., সৌর তাপীয় শক্তি সংস্থাপনে, তা' অতিক্রম করতে সক্ষম হয়েছে ।
  • উপরের থেকে প্রথম পাঁচটি সবুজ-শক্তি উৎস ( জলবিদ্যুৎ বাদে ) উৎপাদন ও ব্যবহারকারী দেশ হল : মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানী, স্পেন এবং
    ভারতবর্ষ ।
সবুজ-শক্তির উত্তরোত্তর বৃদ্ধির পিছনে রয়েছে বিভিন্ন রাষ্ট্রের সুপরিকল্পিত ও দৃঢ় পরিকল্পনা । ২০১১ খ্রী-র গোড়ার দিকে অন্ততঃ ১১৯টি দেশ জাতীয় স্তরে কোনও না কোনও কার্যকৌশল স্থির করেছে বা টার্গেট স্থির করেছে পূনর্নবীকরণ-শক্তি সংস্থাপনে । এরমধ্যে শতকরা ৫০ ভাগের বেশি হল উন্নয়নশীল দেশ ।
আমরা এই বিষয়ে আলোচনা করবো আগামী অংশে ।

ভারত, ২০১১-১২ খ্রী

আর্থিক বৎসর ২০১১-১২ -তে ভারত যুক্ত করবে ৩,৫০০ মেগা-ওয়াট সবুজ শক্তি যার জন্য লগ্নীর প্রয়োজন হবে প্রায় ২৯,০০০ কোটি টাকা ; এর মধ্যে ৩,৪০০ মেগা-ওয়াট হবে গ্রীড সংযুক্ত এবং ১৩০ মেগা-ওয়াট হবে গ্রীড-বহির্ভূত । ব্যবহৃত হবে বিভিন্ন উৎস যথা, বায়ু, সৌর, বায়োমাস এবং ছোট জলবিদ্যুৎ । লগ্নীর অর্ধেক যাবে বায়ু -প্রকল্পে, সৌর বিদ্যুৎ-এ লগ্নী হবে প্রায় ৯,০০০ কোটি টাকা, আর ছোট হাইড্রো এবং জৈব-শক্তির জন্য লগ্নী ধরা কয়েছে যথাক্রমে ৩০০০ কোটি এবং ২,৫০০ কোটি টাকা । গ্রামীণ বিদ্যুতে লগ্নী ধরা হয়েছে ১,০০০ কোটি টাকাঔ নিষ্কেন্দ্র ( দএচএনতরঅলসেএ ) প্রকল্পে যথা, বায়োগ্যাস প্লাণ্ট, সৌর গরম জল প্রকল্পে এবং সৌর পি. ভি. বিদ্যুৎ প্রকল্পে ।

(৩) সবুজ-শক্তি উৎসগুলির মূল্য
চিত্র ১০-এ আমরা দেখেছি যে, ২০০৫ থেকে ২০১০ খ্রী-র মধ্যে সারা বিশ্বে বেশ কিছু সবুজ শক্তি-উৎসের, যথা সৌর পি.ভি., বায়ু, কেন্দ্রীভূত সৌর-ব্যবস্থা, দৌর গরম জল ব্যবস্থা এবং জৈব-জ্বালানিগুলির গড় বাৎসরিক বৃদ্ধি হয়েছে ১৫ থেকে ৫০-শতাংশ । অন্যদিকে, জলবিদ্যুৎ, বায়োমাস এবং ভূতাপীয় শক্তিগুলির গড় বৃদ্ধি ৩ থেকে ৯- শতংশ, যা' জীবাশ্ম-জ্বালানির বৃদ্ধির হারের (১ থেকে ৪ শতাংশ) কাছাকাছি । উন্নয়নশীল দেশগুলি প্রচুর পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা ব্যবহার করছে, যার জন্য এগুলির মূল্য ক্রমবর্ধমান । অন্যদিকে বেশ কিছু সবুজ-উৎসের, বিশেষতঃ বায়ু এবং জলবিদ্যুৎ-এর মূল্ল্য জীবশ্ম-জ্বালানিগুলির সমপর্যায়ে । আবার, বেশিরভাগ তেল আছে 'রাজনৈতিক- অস্থির' দেশগুলিতে ; যা, অচিরাচরিত শক্তি ব্যবহারে উৎসাহ যোগায় । সারণী ৫-এ ২০১০ খ্রী-তে বিভিন্ন সবুজ-উৎসগুলির মূল লক্ষণ ও মূল্য তুলে ধরা হয়েছে ।

দ্রষ্টব্য: মূল্যমান শুধু জ্ঞাপনার্থে অর্থনৈতিক মূল্য, সমপদস্থ করা (levelised ) , কোনও রূপ ভর্তুকি বা পলিসি-উদ্দীপক ( policy incentive ) ছাড়া । প্রদত্ত বিষয় সংগ্রহ করা হয়েছে নানা সূত্র থেকে যথা, বিশ্ব ব্যাঙ্ক, আন্তর্জাতিক শক্তি কর্তৃত্ব ( International Energy Agency – IEA ) ইত্যাদি । আরও তথ্যের জন্য দেখুন : ঢওWorld Bank/ESMAP, Technical and Economic Assessment: Off Grid, Mini-Grid and Grid Electrification Technologies, ESMAP Technical Paper 121/07 (Washington, DC:2007); and IEA, Deploying Renewables: Principles for Effective Policies (Paris: OECD, 2008) ।

সারণী ৫: সবুজ-উৎসগুলির নমুনা লক্ষণ এবং মূল্যমান ।

আগেই উল্লেখ করা হয়েছে যে সময়ের সঙ্গে সবুজ-শক্তি উৎসগুলির মূল্যমান কমছে কৃৎকৌশলের উন্নয়নের জন্য । তাই এটা স্বাভাবিক যে বিজ্ঞানী / প্রযুক্তিবিদ এবং অর্থনীতি-বিষেশজ্ঞরা সবুজ-শক্তি বিষয়ে পূর্বাভাসে সচেষ্ট হবেন । চিত্র ১২-তে ২০০৫ খ্রী-তে করা একটি পূর্বাভাস েদোয়া হল । ইচ্ছা আছে পূর্বাভাসের বিষয়ে পরবর্তী কোনও অংশে আলোচনা করবো ।

চিত্র ১২ : কিছু সবুজ-শক্তি উৎসের মূল্যমানে পূর্বাভাস, ২০০৫ খ্রী ।

সবুজ-শক্তিকে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করার জন্য বিশ্বের অনেক রাষ্ট্রই নানারকমের ভর্তুকি এবং পলিসি-উদ্দীপক নাতি গ্রহণ করেছে । এই বিষয়ে পরের কোনও অংশে আলোচনা করা হবে । ফলে বলা যায়, সারণী ৫ এবং চিত্র ১২-তে মূল্যমানের চিত্র দেখানো হয়েছে তা' 'নেতিবাচক' ( pessimistic ) ।

(ক্রমশ)

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।