সৌম্য সেনশর্মা

সৌম্য সেনশর্মা (১৯৬১ - ২০২৪) পাঠভবন থেকে ১৯৭৭ এ মাধ্যমিক, ১৯৭৯ তে সেন্ট লরেন্সে উঃ মাধ্যমিক এবং ১৯৮৩ তে যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। সমাজ সচেতন সৌম্য যাদবপুরের ছাত্র আন্দোলনের একটি উজ্জ্বল নাম। দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত থাকাকালীন ও সৌম্য বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় লেখালেখা করেন। নানা সমাজকল্যাণমূলক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, এন আই টি দুর্গাপুরের রেজিস্ট্রার হিসেবেও সফলভাবে কাজ করেন।

অভিসার

অভিসার অনেকদিন বাদে ঘোর বর্ষা কাটিয়ে সেদিন সকালে দেখা দিল ধারাস্নাত চোখ ধাঁধানো নীল আকাশ, আর অমনি ভেজা পৃথিবীর উপর…