বাংলা নববর্ষের শুরুতেই ‘অবসর পত্রিকা’ পরিবারের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের শুভেচ্ছা এবং সক্রিয় সহযোগিতায় আমরা সত্যিই কৃতজ্ঞ এবং অভিভূত।
২০২০ এবং ২০২১ এর বইমেলাতে আমাদের অবসর পত্রিকার বার্ষিক সম্মেলন হয়নি। এবারে তা করতে পেরে আমরা সত্যি আনন্দিত।
এবারে আমরা হারিয়েছি আমাদের বহু প্রিয় শিল্পী, ক্রীড়াবিদ ও লেখককে। তাঁদের থেকে চারজনের জন্য রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। তাঁরা লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, শেন ওয়ার্ন এবং সুরজিৎ সেনগুপ্ত।
এবারে বইটই বিভাগে রয়েছে তিনটি লেখা – দুটি লেখা – নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বই নিয়ে ও সুপ্রভা রায় সংক্রান্ত একটি বই নিয়ে। অপরটি বইমেলা নিয়ে।
ভ্রমণকাহিনি রইল প্যারিসকে নিয়ে। শিল্প সংস্কৃতিতে রইল দুটি লেখা – চিত্রনাট্য সংক্রান্ত এবং শ্রীযোগেন্দ্রচন্দ্র সেনগুপ্তকে নিয়ে।
নারী ও সমাজ বিভাগ এবারে সমৃদ্ধ হয়েছে চারটি ভিন্নধর্মী লেখাতে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে এবার রয়েছে অনলাইন শিক্ষা সম্পর্কিত দুটি লেখাতে। অন্য একটি লেখাতে রয়েছে এক প্রবাদপ্রতিম রসায়নবিদকে নিয়ে।
রয়েছে দুটি ব্যক্তিগত গদ্য এবং একটি রম্য গদ্য। সাহিত্য বিভাগে রইল প্রফেসর শঙ্কুর চিরন্তন আবেদনকে নিয়ে পর্যালোচনা।
সর্বশেষ – ইতিহাস বিভাগে রইল সম্প্রতি প্রকাশিত একটি ক্যালেন্ডারকে নিয়ে কিছু বিতর্ক।
আশা করি, অন্যান্যবারের মত এবারেও আমরা আমাদের পাঠকমণ্ডলীকে খুশি করতে পারব। আমরা আশা রাখছি আপনারা আপনাদের মতামত মন্তব্য বিভাগে লিখে আমাদের জানাবেন। পত্রিকার ভবিষ্যতের পথচলা অনেকটাই আপনাদের ওপর। নির্দ্বিধায় জানান আপনাদের মতামত।
শুভ ১৪২৯। আমাদের জীবনে আবার সব আনন্দ ফিরে আসুক। এই প্রার্থনার সঙ্গেই আমরা শুরু করি নতুন বছর।
“নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।”