শ্রাবণের গান

'শ্রাবণের গান'

সেই বিখ্যাত গানের লাইনকে স্মরণ করেছেন এবার অনেকেই। ‘বারান্দায় রোদ্দুর’ আর ‘তোমার দেখা নাই’। সত্যিই, এবার বর্ষা আমাদের বেশ দেরি করেই দেখা দিয়েছে। ‘দারুণ অগ্নিবাণে’ আমরা রীতিমতই জর্জরিত হয়েছি। এমনকি ‘আষাঢ়স্য প্রথম দিবস’ অতিক্রম করে ভারতের অধিকাংশ জায়গায় বর্ষার আগমন হয়েছে।

কিন্তু তাই বলে আমাদের পত্রিকার ‘বর্ষা’ সংখ্যার আগমন বিলম্বিত হয়নি। লেখকরা তাঁদের প্রতিশ্রুতিমত লেখা দিয়ে ‘ফিরিয়া ফিরিয়া’ আনিলেন ‘তরণী বহি তব সম্মান’! আমরা সবিশেষ কৃতজ্ঞ তাঁদের প্রতি।

প্রখ্যাত লেখক তথাগত মুখোপাধ্যায়ের দুই সংখ্যায় প্রকাশিতব্য ভ্রমণ কাহিনির প্রথম ভাগ এই পর্বে। আর বর্ষা মানেই রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসঙ্গীত। এই পর্যায়ে দুটি লেখা রইল পল্লব চট্টোপাধ্যায় ও অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের কলমে। সৌমিক বন্দ্যোপাধ্যায়ের কলমে রইল রবীন্দ্রনাথের আন্তর্জাতিক ভাবনার গোড়ার কথা।

আরও একটি ঐতিহাসিক স্থানের ভ্রমণ কাহিনি এবার পেলাম অনিন্দিতা বসুর কাছ থেকে। ইতিহাসের আরও একটি মহান ব্যক্তিত্ব, সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ওপর রচিত একটি গ্রন্থকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সঞ্চলিতা ভট্টাচার্য।

অতীতের ক্রিকেটকে বর্তমানের আলোতে ফেলে দেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞ কলরব রায়। তাঁর ‘গ্রেসফুল’ কলমে আমরা পেয়েছি একটি মনোরম আলোচনা।

রম্যরচনায় তিনি জনপ্রিয় হলেও কবিরূপে তিনি অনেক কম আলোচিত। তাই তারাপদ রায়ের কবিতা নিয়ে পাভেল আখতারের লেখাটি এই সংকলনের এক উজ্জ্বল সংযোজন।

‘যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা’ – সন্তানের জীবনে পিতার ভূমিকা – সাহিত্যে ও জীবনে খুবই প্রয়োজনীয়। এই বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আমাদের পত্রিকার তরফ থেকে। তার থেকে নির্বাচিত একগুচ্ছ লেখা রইল। রইল অন্যান্য কিছু লেখাও।

শ্যামল, সুন্দর বর্ষার সঙ্গে আপনারা উপভোগ করুন আমাদের এই সংখ্যা। আমাদের অবশ্যই লিখে জানান আপনাদের বক্তব্য প্রত্যেক লেখার সঙ্গে। গড়ে তুলুন লেখক ও পত্রিকার সঙ্গে বন্ধুত্বের অটুট বন্ধন।

শুভেচ্ছান্তে,

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *