সম্পাদকীয়

সম্পাদকীয়

ঠিক সময়ের একদিন পরেই প্রকাশিত হল ‘অবসর’ পত্রিকার ‘উৎসব সংখ্যা’। এই বিলম্বের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পাঠকবৃন্দের কাছে। 

প্রথমেই আমাদের পাঠকদের জানাই শারদ শুভেচ্ছা। জানি  পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই সময় বড়ই কষ্টের, তবুও আশা রাখি অতি দ্রুতই আমরা এই দুঃসময় কে অতিক্রম করে যাব। 

আমাদের এই সংখ্যার বিষয় – ‘নারী নির্যাতনের বিভিন্ন রূপ ও সম্ভাব্য সমাধান’। 

এবারে লেখকদের কাছ থেকে আমরা খুবই সাড়া পেয়েছি। আমরা আপ্লুত। 

এই লেখাগুলির মধ্যে যেমন আছে পৌরাণিক যুগের কথা (শিবাংশু দে) তেমন আছে অতি আধুনিক যুগের বৈষম্যের কথাও (সংগ্রামী লাহিড়ী, অদিতি ঘোষ দস্তিদার) । আছে সাম্প্রতিকতম ঘটনার কথা (শমীতা দাশ দাশগুপ্ত, শতাব্দী দাশ, পিংকি ঘোষাল)।  

আবার এই বৈষম্য যে সারা পৃথিবীজুড়েই তাও উল্লেখিত হয়েছে (ইন্দিরা চক্রবর্তী)। 

একই সঙ্গে রইল অন্যান্য বিভাগের বেশ কিছু লেখা। 

পড়ুন, মন্তব্য করুন। প্রশংসা করুন,  সমালোচনা করুন, অবসর পত্রিকার মন্তব্যের দ্বার খোলা। 

আগামী পৃথিবী আরও সুন্দর হোক। 

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *