সম্পাদকীয়

‘বর্ষা’য় প্রথম বর্ষের সমাপন

২০২০র ১৭ই সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘অবসর’ পত্রিকার নবযাত্রা। জানানো হয়েছিল বছরে আপাততঃ আমরা চারটি সংখ্যার পরিকল্পনা করছি।
সৌভাগ্যবশতঃ আমরা সেই কথা রাখতে পেরেছি। বর্তমান ‘বর্ষা’ সংখ্যাটি দিয়ে আমাদের প্রথম বর্ষের পথচলা অতিক্রান্ত।
এই পুরো সময়টাই আমরা সকলে ছিলাম ভয়াল অতিমারীর কবলে। ঢেউয়ের পরে ঢেউয়ের আঘাতে আমরা শ্রান্ত, ক্লান্ত। হারিয়েছি অজস্র গুণীজনকে। তাই এবারে আমাদের বেশ কিছু লেখা আছে তাঁদের কয়েকজনকে শ্রদ্ধা জানাতে।
বিনোদনের জগতে আমাদের ছেড়ে চলে গেছেন প্রথম ভারতীয় অস্কার প্রাপক ভানু আথাইয়া, বিখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত এবং নায়িকা কবরী। সাহিত্যের জগতেও ঘটেছে ইন্দ্রপতন – হারিয়েছি আমরা শঙ্খ ঘোষ এবং অলোকরঞ্জন দাশুগুপ্তকে। এছাড়া আমাদের ছেড়ে গেছেন ‘অবসর’ পত্রিকার সুহৃদ, উদীয়মান সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। এঁদের সকলকেই আমরা স্মরণ করেছি।
এছাড়া রইল আমাদের নিয়মিত বিভাগগুলি। বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও সমাজ, ব্যক্তিগত গদ্য, ভ্রমণ এবং বই-টই – এই বিভাগগুলিতে রয়েছে বেশ কিছু অভিনব লেখার সম্ভার।
পাঠকদের কাছে আমাদের একটি সনির্বন্ধ অনুরোধ। আপনাদের মন্তব্য রাখুন লেখাগুলির ‘Comments’ বিভাগে। তাহলে লেখকদের সঙ্গে পাঠকদের সম্পর্ক আরও নিবিড় হবে।
সব বারের মত এবারেও আশা রাখছি পরবর্তী সংখ্যা প্রকাশের সময় আমরা পৃথিবীকে আবার অনেক বেশি বর্ণময়, প্রাণবন্ত দেখতে পাব।
‘শ্রাবণের ধারার’ সঙ্গে সঙ্গেই এই কঠোর সময়ে ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ – এই প্রার্থনাই হোক আমাদের বর্ষাকালীন পাথেয়।

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *