সম্পাদকীয়

২০২৩ এর উৎসব সংখ্যা দিয়ে শেষ হচ্ছে অবসর পত্রিকার ২০২৩ যাত্রা।  

এই বছরের শুরুতেই আমরা হারিয়েছি আমাদের পরম বন্ধু ও পথপ্রদর্শক সুজন দাশগুপ্তকে।  সেই অসহনীয় কষ্টকে বুকে রেখে আমরা পথ চলেছি পুরো ২০২৩।

তবে এটা ঠিক, সেই  ২০১৯ এর পর এটি সম্পূর্ণ ভাবে কোভিড মুক্ত বছর ছিল আর তাই যেন কেমন দ্রুততার সঙ্গে আমরা পেরিয়ে এলাম। 

তবে প্রকৃতি মানুষকে শান্তি দিলেও মানুষের নিজের লোভ আর অসহিষ্ণুতার কারণেই আমরা সর্বনাশের পথে পা বাড়াচ্ছি। ইউক্রেন – রাশিয়া যুদ্ধ শেষ হবার কোন লক্ষণ নেই, ওদিকে আবার ঘরের কাছে প্যালেস্তাইনে মাথা চাড়া দিয়েছে জমি দখলদারির রক্তাক্ত লড়াই। দেখে মনে হয় ২০২০ – ২১-এর ঐ বছরগুলির দুর্দশা আমাদের কিছুই শেখাতে পারেনি, আমরা নিজেদের পায়ে কুঠারাঘাত করতে বদ্ধপরিকর।

দূরদর্শনের পর্দায় ভীত সন্ত্রস্ত মানুষের চীৎকার ছোটাছুটি আর গোলাবর্ষণের  মধ্যে মনে পড়ে যায় সলিল চৌধুরীর সেই বিখ্যাত যুদ্ধবিরোধী গানের কথা –

আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়
আর নয় মায়েদের শিশুদের কান্না
 আর না আর না আর না…

আশা করি পৃথিবীর সমস্ত কল্যাণকামী মানুষ সেই গানটিতে উল্লিখিত শপথটিকে মন্ত্রের মত উচ্চারণ করা চলবেন,

যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি
আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দিই শান্তি শান্তি শান্তি

তাই এই উৎসবের আনন্দের দিনে আমাদের একমাত্র কামনা, কলরবমুখর ও আনন্দমুখর হয়ে উঠুক আমাদের উৎসব প্রাঙ্গনগুলি। এর মধ্যেই সময় করে পড়ে নিন আমাদের উৎসব সংখ্যা। 

এবারে একই সঙ্গে শেষ হল আমাদের দুটি ধারাবাহিক লেখা, পর্তুগাল ভ্রমণ ও কালকূট ভ্রমণ। নিয়মিতই চলছে ‘কবিতা লেখার ক্লাস।’ 

এরই সঙ্গে রইল অন্যান্য বহু বৈচিত্র্যপূর্ণ লেখা।  আপনাদের পাঠ প্রতিক্রিয়া, মতামত এবং বিভিন্ন মন্তব্য আমাদের একই সঙ্গে আনন্দ দেবে এবং হয়তো আরও পরিশ্রমী, আরও যত্নশীল করে তুলবে। তাই মন খুলে জানান আপনাদের কথা।

সব্বাই ভালো থাকবেন। আনন্দে কাটুক উৎসবের দিনগুলি।

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Real-Time AI Chat , February 2, 2024 @ 4:44 pm

    Your blog post was fantastic, thanks for the great content!

  • Samantha White , February 8, 2024 @ 1:50 pm

    I couldn’t stop scrolling and reading, your content is truly one-of-a-kind. Thank you for all the time and effort you put into creating such amazing content.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *