কারগিল থেকে আমরা জম্মু
ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের প্রধান শহর ও রাজধানী লেহ্-এর
উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম সকালে। তবে এই প্রায় আড়াই
শ’ কিমি পথের ওপরেই তিনটে বিশেষ জায়গা আছে গাড়ি থেকে নেমে
দেখতে হয়। এই জায়গাগুলোর সম্পর্কে বলা আছে ভিডিওতেই।
এবার মুলবেক দেখুন
।
মুলবেক দেখা হলো, এবার
এখান থেকে লামায়ারু চলুন আর ওখান থেকেই তৃতীয় বিশেষ দর্শণীয়,
প্রধানত বাতাসের সাহাহ্যে প্রকৃতি কেমন ভাস্কর রূপে প্রকাশিত
হয়েছেন, তা দেখে নিন এবং দেখা হয়ে গেলে লেহ্ -এর ৯৭ কিমি.
দূর পর্যন্ত এসে পৌঁছান ।