এর পর আমরা লাদাখের
উত্তর দিকে এক বিশেষ ধরনের মরু অঞ্চলে যাবো। কেমন সেই মরুভূমি,
আপনারা নিজেরাই দেখবেন। এই মরু অঞ্চল হুণ্ডার এলাকায় নুব্রা
ভ্যালিতে অবস্থিত। আর নুব্রা ভ্যালি যেতে গেলে খরদুঙ্গলা
গিরি-পথ পার হতে হবে। আসলে গিরিপথের প্রতিশব্দ লাদাকি বা
তিব্বতী ভাষায় ‘লা’। তাই আমাদের এই গিরিপথের নাম ‘খরদুঙ্গ’
বলা উচিৎ কিন্তু স্বভাব বশত আমরা খরদুঙ্গলা গিরিপথ বলে থাকি।
এই গিরিপথ এক দর্শনীয় স্থান। কারণ? চলচ্চিত্রতেই বলা আছে।
এবার
ভ্যালির চলচ্চিত্র দেখবেন। এর বিষয়ে তথ্য, চলচ্চিত্রতেই
পাবেন।