প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

লাদাখ – ৪ ( )

লেহ্‌ থেকে মানালির পথে

যদিও লাদাখের আরও অনেক জায়গা দেখা বাকি রয়ে গেল, যার মধ্যে অন্যতম প্রধান হলো সো-মরিরি লেক, তাহলেও আমরা আমাদের পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুসারে লেহ্‌ থেকে হিমাচল প্রদেশের মানালির পথে যাওয়ার ব্যবস্থা করলাম। অর্থাৎ, লাদাখ দর্শন আমাদের শেষ হলো। লেহ্‌ -মানালি দূরত্ব, শ্রীনগর-লেহ্‌ দূরত্বের মতই, ৪১০কিমি। দূরত্ব হিসাবে ৮/৯ ঘন্টা গাড়িতে লাগার কথা, কিন্তু রাস্তার অবস্থার কারণে তা theory-তেই থেকে যায়। এই পথ গাড়িতে এক দিনে সম্পূর্ণ করা যায় না, হিমাচল প্রদেশের লাহায়ুল জেলার সদর কেলং–এ অথবা এই জেলারই সারচুতে যাত্রীদের রাতের বিস্রাম নিতে হয়। লেহ্‌ থেকে সকালে গাড়ি চাপলাম। পথে পর-পর আমরা কেমন এগোবো ভিডিও-এ বলা আছে।

এর পর লাদাখের আর এক মরু অঞ্চল প্যাঙ পার হলাম।

এখান থেকেই আমরা লাদাখ অর্থাৎ জম্মু-কাশ্মীর রাজ্যের সীমানা পার হয়ে হিমাচল প্রদেশের সারচু পৌঁছলাম। রাস্তার ধারে এক বিরাট টেন্টের মধ্যে মাতা ও কন্যা পরিচালিত রেস্তোঁরায় দুপুরের আহার সাঙ্গ করলাম।

কার্যত আমরা লাদাখ পার হয়েছি এর কিছুটা আগেই, তা হলেও এই ভিডিও বর্ণনা আরও কিছু দূরের রাস্তা পর্যন্ত করছি। সারচু পার হয়ে কেলং-এ পৌঁছে রাতের বিশ্রাম।

পরদিন সকালে মানালির উদ্দেশে যাত্রা কিছুটা দেখিয়ে আমার লাদাখ দেখার বর্ণনার ইতি টানলাম।

জানিনা এই ভিডিও বর্ণনা আপনাদের মনে দাগ কেটেছে কি না।

ড. শুভেন্দু প্রকাশ চক্রবর্তী

 

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।