ওঃ, লেহ্ শহরে ঢোকার
সময় গাডিতে শ্রীনগর-লেহ্ জাতীয় সড়ক হয়ে, যেন মনে হলো আমরা
Rally-র গাড়িতে ছিলাম।
পরের দিন সকালে আমাদের
হোটেলের ঘরের জানালা থেকে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করলাম
আর তারপর শহরের কিছু দূরে হেমিস গোম্পা দেখতে গেলাম। এই
গোম্পা সম্পর্কে ভিডিওর মধ্যেই বেশ কিছু চিত্তাকর্ষক তথ্য
উপস্থিত করা আছে।
এর পর লাদাখের রাজ্যচ্যুত
রাজাদের দুটো প্রাসাদ আর তার সঙ্গে থিক্সে গোম্পা দেখলাম।
দুটি প্রাসাদরই সিন্ধু-উপত্যকায় অবস্থান। এখানেই আজকাল জুলাই
মাসেই সিন্ধু মহোৎসব পালন করা হয়ে থাকে। তবে আমরা ওখানে
যাবার আগেই তা সমাপন করা হয়ে গিয়েছিল।।