সম্পাদকীয়

অবসর পত্রিকার সব পাঠক ও লেখককে আমাদের পত্রিকার তরফ থেকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। এইবার আমরা সত্যিই বেশ বুক ফুলিয়ে শুভেচ্ছা জানাতে পারি কারণ আমরা দু’বছর আদে এইবার আবার পুরনোদিনের মতই উৎসব পালন করতে সক্ষম হয়েছি। বিশেষজ্ঞরাও জানাচ্ছেন যে এবার আমরা অতিমারীর শেষ দেখতে পাচ্ছি, এখন শুধু অল্প সতর্কতা অবলম্বন করলেই আমরা বাক পথটুকু সহজেই অতিক্রম করতে পারব।
দেখতে দেখতে অবসর পত্রিকার নতুন পথচলার ও দুই বছর পার হয়ে গেল। আমরা খুবই আনন্দিত যে এই অল্প সময়ে পাঠকমহলে এবং লেখক মহলে আমরা কিছুটা হলেও সাড়া জাগাতে পেরেছি। এবারের উৎসব সংখ্যায় তাই আমরা প্রায় ত্রিশটি লেখা নিয়ে উপস্থিত হতে পেরেছি আপনাদের দরবারে।
প্রায় সমস্ত বিভাগেই এবার রয়েছে একাধিক লেখা। প্রতিটি বিভাগই বৈচিত্র্যে ভরপুর। এবারের অবসর আমাদের নিশ্চয়ই মনে করাবে আমাদের এইবারে কলকল্লোলে মুখরিত উৎসবপ্রাঙ্গণের কথা। ‘প্রাণে খুশির জোয়ার’ তুলে আমরা সবাই মন দিই পাঠে। আশাকরি প্রতিবারের মত এবারেও আপনারা নিজেদের পছন্দমত বহু লেখা পাবেন।

জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দক্ষিণ চব্বিশ-পরগনার রাজপুর-সোনারপুর অঞ্চলে। ১৯৮৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স ও টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। শখের মধ্যে অল্প-বিস্তর বাংলাতে লেখা - অল্প কিছু লেখা রবিবাসরীয় আনন্দবাজার, উনিশ-কুড়ি, নির্ণয়, দেশ, ইত্যাদি পত্রিকায় এবং বিভিন্ন ওয়েব ম্যাগাজিন (সৃষ্টি, অবসর, অন্যদেশ, পরবাস ইত্যাদিতে) প্রকাশিত। সম্প্রতি নিজের একটি ব্লগ চালু করেছেন – www.bhaskarbose.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *