প্রথমেই অবসর পত্রিকার তরফ থেকে আমাদের সকল পাঠককে জানাই শুভ নববর্ষ ২০২৫।
সময়মতই প্রকাশিত হল আমাদের শীত-২০২৫ সংখ্যা। আমরা আমাদের এবারের পত্রিকাতে যে বিভিন্ন ধরনের অনেক লেখার সংযোজন করতে পেরেছি তার পিছনে রয়েছে আমাদের লেখকদের অকৃপণ এবং উদার সহযোগিতা। আমরা সকৃতজ্ঞ চিত্তে তাঁদের সহযোগিতার কথা মনে রাখব।
এবারের সংখ্যায় আমরা স্মরণ করেছি আমাদের কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বকে যারা সদ্যপ্রয়াত বা যাঁদের কারুর জন্ম শতবার্ষিকী চলছে। সদ্য প্রয়াতদের মধ্যে রয়েছেন চিত্র পরিচালক শ্যাম বেনেগাল এবং সাহিত্যিক ও সম্পাদক কমল চক্রবর্তী। শতবর্ষে আমরা স্মরণ করলাম প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারকে। পরিচালক তপন সিংহ আমাদের এক খুবই কাছের মানুষ। তাঁর শতবর্ষ উপলক্ষেও রইল একটি লেখা।
এই দিকপালেরা তাঁদের সৃষ্টির মাধ্যমে আমাদের জীবনকে বিভিন্ন ভাবে স্পর্শ করেছেন, তাঁদের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ঘ্য এক কৃতজ্ঞ, সামান্য ঋণশোধের প্রয়াস মাত্র। এছাড়াও শিল্প-সংস্কৃতি বিভাগে রইল আন্দ্রেই তারকোভস্কির ‘সোলারিস’ ছবি নিয়ে আলোচনা।
‘ভ্রমণ’ বিভাগে রইল দুটি লেখা। ‘অজন্তা’ এবং ‘মহীশূর’ – দুটি বিখ্যাত স্থানই আমাদের খুব পরিচিত।
ইতিহাস বিভাগে আমরা সর্বদাই নতুন লেখার সন্ধানে থাকি। সৌভাগ্যক্রমে এবারে আমরা সেই বিভাগের জন্য দুটি লেখা পেয়ে গেছি। একটির বিষয়বস্তু হল ‘স্ত্রীধন’। অপরটি হল সাম্প্রতিক সমাজ মাধ্যমে ইতিহাসের চর্চা নিয়ে আলোচনা।
ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরের অধিনায়কত্বের বিক্ষিপ্ত সফরটিও একবার ঘুরে দেখা হল।
বইচই বিভাগে রইল তিনটি ভিন্নধারার গ্রন্থ নিয়ে আলোচনা। এই আলোচনা বই ও লেখদের প্রতি পাঠকদের আকৃষ্ট করবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে এবার দুটি লেখা রয়েছে – দুটিরই বিষয়বস্তু, সাম্প্রতিক ও আধুনিক প্রাসঙ্গিক বিষয়।
আমাদের প্রিয় কবি জয় গোস্বামীর কবিতায় প্রেমচেতনার বিষয় নিয়ে প্রবন্ধ রইল ‘সাহিত্য’ বিভাগে।
‘নারী ও সমাজ’ – অবসর পত্রিকার এক উজ্জ্বল বিভাগ। সাম্প্রতিক নারী নির্যাতন ও নারী শিক্ষার ইতিহাস সংক্রান্ত দুটি লেখায় সমৃদ্ধ হল এবারের সংখ্যা।
‘রম্যরচনা’ বিভাগটিও আমাদের পাঠকদের খুবই প্রিয় বিষয়। হাল্কাচালে লেখাগুলি যেমনই মনোরঞ্জক তেমনই তা আবার চিন্তারও খোরাক যোগায়। তেমনই দুটি অভিনব লেখা এই বারের পত্রিকায় সংযোজিত হল।
আমাদের এই প্রয়াস কেমন লাগল তা জানার জন্য আমরা উন্মুখ হয়ে রইলাম। বলা বাহুল্য, আপনাদের পাঠ প্রতিক্রিয়া আমাদের, বিশেষ করে আমাদের লেখকদের, উৎসাহ বহুগুণ বৃদ্ধি করবে।
আমাদের পত্রিকার comments বিভাগে আপনাদের মতামত জানান। পছন্দের লেখাগুলি অন্যদের সাথে ভাগ করে নিন যাতে সেগুলি আরও বেশি করে পাঠকদের কাছে পৌঁছতে পারে।
সবশেষে, আসুন সবাই মিলে আরও এক নতুন বছরে নতুন আশার সন্ধানে থাকি। যদিও বিশ্ব জুড়ে বিভিন্ন-জায়গায় ত্রাসের সঞ্চার হয়েছে, প্রচুর দুর্ঘটনার খবরে আমরা আতঙ্কিত, তাসত্ত্বেও আমরা অন্তবিহীন পথে চলতেই থাকব।